Header Ads Widget

বিদ্রোহী কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর-এইচএসি বাংলা-১ম পত্র ২০২১

বিদ্রোহী কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর-এইচএসি বাংলা-১ম পত্র ২০২১

প্রিয় শিক্ষার্থীরা,আশা করি তোমরা সবাই ভালো আছো!আজকে তোমাদের জন্য 'বিদ্রোহী' কবিতার বেশ কিছু বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর দেওয়া হলো।

আর হ্যা,সাথে তো PDF থাকবেই যাতে করে তোমরা যে কোনো জায়গায় যে কোনো সময় পড়তে পারো।চলো তাহলে বহুনির্বাচনিগুলো দেখে নেয় এবং আত্তস্ত করে ফেলি___

প্রশ্ন-১৫ঃ'বিদ্রোহী' কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তরঃসাপ্তাহিক 'বিজলীতে'। প্রশ্ন-১৬ঃ'বিদ্রোহী' কবিতায় কবি কার বুকের ক্রন্দন-শ্বাস?উত্তরঃবিধবার


প্রশ্ন-১ঃবিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার শিষ্য বলেছেন?

উত্তরঃবিশ্বামিত্রের-বিশিষ্ট ব্রক্ষর্ষি।

প্রশ্ন-২ঃকার অস্ত্রের নাম-হল?

উত্তরঃবলরামের।

প্রশ্ন-৩ঃবিষ্ণু বা সুদর্শন কয় হাত বিশিষ্ট?

উত্তরঃচার হার।

প্রশ্ন-৪ঃপরশুরাম কতবার ক্ষত্রিয়দের নিধন করেছিল?

উত্তরঃএকুশবার।

প্রশ্ন-৫ঃ'বিদ্রোহী' কবিতাটি 'অগ্নিবীনা' কাব্যগ্রন্ধের কততম কবিতা?

উত্তরঃদ্বিতীয়।

প্রশ্ন-৬ঃ'বিদ্রোহী' কবিতা শেষ হয়েছে কোন প্রত্যাশার মাধ্যমে?

উত্তরঃঅত্যাচারীর অত্যাচারের অবসান।

প্রশ্ন-৭ঃশ্রীকৃষ্ণের বৈমাত্রেয় জৌষ্ঠ ভ্রাতার নাম কী?

উত্তরঃপরশুমার তথা বলরাম।

প্রশ্ন-৮ঃপরশুরাম বিষ্ণুর কততম অবতার?

উত্তরঃষষ্ঠ অবতার।

প্রশ্ন-৯ঃদুর্বাসা কেমন স্বভাববিশিষ্ট মুনি ছিলেন?

উত্তরঃকোপন-স্বভাববিশিষ্ট।

প্রশ্ন-১০ঃ'বিদ্রোহী' কবিতায় ব্যবহৃত ঐতিহাসিক চরিত্র কোনগুলো?

উত্তরঃঅর্ফিয়াস,দুর্বাসা।

প্রশ্ন-১১ঃ'বিদ্রোহী' কবিতায় কবি কীসের নটরাজ?

উত্তরঃমহা-প্রলয়ের।

প্রশ্ন-১২ঃ'বিদ্রোহী'কবিতায় মহাদেব বা শিবের কয়টি ভিন্ন নাম উল্লেখ্য আছে?

উত্তরঃ২টি-নটরাজ,ধূর্জটি।

প্রশ্ন-১৩ঃ'একহাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য'-এখানে কবি কাজী নজরুল ইসলামের কোন সত্তাটি প্রকাশ পেয়েছে?

উত্তরঃবিদ্রোহী ও বীরযোদ্ধা।

প্রশ্ন-১৪ঃ'বিদ্রোহী' কবিতায় কবি কিসের বিদ্রোহী পুত্র?

উত্তরঃবিশ্ব বিধাতার।

প্রশ্ন-১৫ঃ'বিদ্রোহী' কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উত্তরঃসাপ্তাহিক 'বিজলীতে'।

প্রশ্ন-১৬ঃ'বিদ্রোহী' কবিতায় কবি কার বুকের ক্রন্দন-শ্বাস?

উত্তরঃবিধবার।

প্রশ্ন-১৭ঃদুরবাসার মাতা-পিতার নাম কী?

উত্তরঃমাতা-অনসূয়া এবং পিতা-মহর্ষি অত্রি।

প্রশ্ন-১৮ঃকবি কাকে চুমু দিয়ে নিঝঝুম করে?

উত্তরঃনিখিল বিশ্বকে।

প্রশ্ন-১৯ঃইন্দ্রাণী-সুত বলতে কাকে বোঝানো হয়েছে?

উত্তরঃইন্দ্রাণীর পুত্র জয়ন্তকে।

প্রশ্ন-২০ঃকবির সদম্ভ আত্মপ্রকাশ কীসে ঘোষিত হয়েছে?

উত্তরঃ''বিদ্রোহী'' কবিতায় আত্মজাগরণে।

প্রশ্ন-২১ঃকবির কী প্রত্যক্ষ করে হিমালয়ের শিখর মাথা নত করে?

উত্তরঃশির বা মস্তক।

প্রশ্ন-২২ঃ''বিদ্রোহী''কবিতায় অর্ফিয়াস কোন পুরাণের উদাহরণ?

উত্তরঃগ্রিক পুরাণ।

প্রশ্ন-২৩ঃকবি কার শিঙ্গার মহা হুংকার?

উত্তরঃইস্রাফিলের(আঃ) শিঙ্গার মহা হুংকার।

প্রশ্ন-২৪ঃকবি কয়টি সূর্যের রাহুগ্রাস?

উত্তরঃকবি দ্বাদশ রবির রাহুগ্রাস।

প্রশ্ন-২৫ঃকবি ''বিদ্রোহী'' কবিতায় কী ছিনিয়ে আনবেন বলে বলেছেন?

উত্তরঃবিষ্ণু বক্ষ হতে যুগল কন্যাকে ছিনিয়ে আনবেন।


আজকের জন্য এখানেই শেষ করছি,আমরা আজকে এই পোষ্টটির মাধ্যমে জানতে পারলাম ""বিদ্রোহী'' কবিতার বেশ কয়েকটি বহুনির্বাচনির প্রশ্ন ও উত্তর।আশা করি তোমাদের ভালো লেগেছে।

যদি,পোষ্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের সকল বন্ধুদের সাথে  শেয়ার করতে ভুলবে না।এরকম সকল বিষয়ে আরো বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর পেতে আমাদের সাথেই থাকার চেষ্টা কর।

আরো পড়তে পারোঃ



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Article End Ads